কাজের পরিধি
আমরা প্রকাশনা জগতের বিভিন্ন বিষয়ে কাজ করে থাকি। যেমনঃ
টেক্সটবই : আমরা বিভিন্ন শ্রেণির টেক্সট বই প্রকাশ করে থাকি।
রেফারেন্স বই : আমরা বিভিন্ন শ্রেণির টেক্সট বইয়ের সহায়ক মানসম্পন্ন রেফারেন্স বই প্রকাশ করে থাকি।
তথ্য প্রযুক্তি বিষয়ক বই : বাংলাদেশে আমরা এককভাবে বৃহৎ আকারে তথ্য প্রযুক্তি বিষয়ক পাঠ্যবইসহ অন্যান্য বিভিন্ন বই প্রকাশ করে থাকি। আমাদের এখান থেকে এ পর্যন্ত প্রায় ২৫০টি বই প্রকাশিত হয়েছে।
শিশুদের পাঠ্য ও সৃজনশীল বই : শিশুদের জন্য আকর্ষণীয় চার রঙা বিভিন্ন পাঠ্য ও সৃজনশীল বই প্রকাশ করে থাকি। এ পর্যন্ত প্রায় শতাধিক বই প্রকাশিত হয়েছে।
সৃজনশীল বই : বিভিন্ন গল্প, উপন্যাস, ছড়া, কবিতা এবং জীবনীসহ অন্যান্য সৃজনশীল বই প্রকাশ করে থাকি।
কারিগরী বিষয়ক বই : বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড এর এসএসসি ও এইচএসসি ভোকেশনাল, বিএম একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিভিন্ন পাঠ্য এবং রেফারেন্স বই প্রকাশ করে থাকি।
ধর্মীয় বই : আমরা অনুবাদ ছাড়াও মৌলিক অনেক ধর্মীয় বই প্রকাশ করে থাকি।
মাল্টিমিডিয়া সিডি : আমরা শিক্ষামূলক বিভিন্ন মাল্টিমিডিয়া সিডি প্রকাশ করে থাকি।
ওয়েবের মাধ্যমে শিক্ষা : আমরা ওয়েব সাইটের মাধ্যমে তথ্য প্রযুক্তি শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছি।
সেবামূলক কাজ : আমরা সারা দেশে শিক্ষা এবং সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড করছি।
কোনো বিষয়ে জানতে অথবা মতামত ব্যক্ত করতে নিচের নাম, মোবাইল, ইমেইল এর ঘরে তথ্য প্রদান করে এবং মতামত এর ঘরে মতামত প্রদান করে পোস্ট বাটনে ক্লিক করুন।
লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণীয়। *
বর্তমানে আমাদের দেশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় যেমন- এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবে পর্যাপ্ত কমপিউটার না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলেমে শিখতে পারছেনা। সরাসরি হাতে-কলমে শিখতে পারলে ভালোভাবে বিষয়টি বুঝার পাশাপাশি তারা ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী হতো। ‘প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে’- এ শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রযুক্তি আলো। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের তরুণ শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতা হিসাবে ভলেন্টারি মানসিকতা নিয়ে প্রযুক্তি আলোর সদস্য হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে-কলেমে শিক্ষা দেয়ার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তাদেরকে নিয়ে একটি টীম গঠন করা হয়েছে।